শনিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের উপজেলার কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিস ফিডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাহাদাত রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে এবং গ্রীন লাইন পরিবহনের চালকের সহযোগী।
ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রীনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি (দিদার পরিবহন) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রীন লাইন পরিবহনের হেলপার শাহাদাত ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরএ