ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ধামরাইয়ে বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসচাপায় মো. বেলায়েত হোসেন (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত আশুলিয়া, নয়ারহাট, ধনিয়া, ’’ইস্টারলিং লন্ডি” লিমিটেডের পোশাক কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর হরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।