রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান তার মরদেহ গ্রহণ করেন পরিবারের সদস্যরা।
এসময় ডিএনসিসি’র প্যানেল মেয়র, কাউন্সিল, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ঢাকা মহানগর উত্তর অাওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বাংলানিউজকে জানান, বিমানবন্দর থেকে মেয়রের মরদেহ গুলশান অাজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর প্রথম জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ গুলশান-২ নগর ভবনে রাখা হবে।
পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাড্ডা অালাতুনন্নেছা হাইস্কুল মাঠে। সেখানে বাদ অাছর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এর আগে শনিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ওএইচ/