রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জেলা শহরের প্রবেশ মুখ রাঙামাটি বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উজ্জ্বল দত্ত (৪০), দিলোয়ারা বেগম (৩৮), তাহমিনা আক্তার (১৬), আব্দুল মালেক (৪৪) এবং আব্দুল বাতেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা শহরের প্রবেশ মুখ রাঙামাটি বেতার কেন্দ্রের সামনে শহর থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়েছেন।
রাঙামাটি সদর হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে উজ্জ্বল, তাহমিনা এবং দিলোয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং বাকি দু’জন সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। ট্রাক এবং চালকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জিপি