রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
এলাকাবাসী জানান, সদ্য বাচ্চা প্রসব করা গাভীটি বাড়ির পাশে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় গাভীটিকে বাঁচাতে গিয়ে এক এক করে রিনা মজিবর ও নাছিমা বিদ্যুতায়িত হয়ে পড়েন।
এ ঘটনায় মজিবর ও রিনাকে উদ্ধার করা গেলেও নাছিমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও গাভীটি মৃত্যু হয়। আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জিপি