শনিবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ২৬টি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা, দুই লিটার মদ ও ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যে জানা যায়, অভিযান চালিয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ১২ জন, কুমারখালী থানা পুলিশ ১২ জন, দৌলতপুরে ১৪ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নয় জন, মিরপুরে পাঁচ জন, ভেড়ামারায় নয় জন ও খোকসা থানার পুলিশ তিন জনকে আটক করেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জিপি