ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
খুলনায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল-ছবি-বাংলানিউজ

খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে খুলনায় শুকরিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও এ্যারাবিক) এর সমমান দিয়ে জাতীয় সংসদে বিল পাস করায় এ মিছিল বের করা হয়।

রোববার (২৩ সেপ্টেম্বর) মহানগরীর জামেয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা এ মিছিলের আয়োজন করে।

মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসায় গিয়ে দোয়া আদায়ের মাধ্যমে শেষ হয়। শুকরিয়া মিছিলে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শুকরিয়া মিছিলের আগে মাদ্রাসার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শেখ আব্দুল্লাহ। এ সময় বক্তৃতা করেন মাদ্রাসার শিক্ষক যথাক্রমে শাইখুল হাদীস মাওলানা আজমল আলী, প্রবীণ মুহাদ্দিস মাওলানা শাহাদাত হুসাইন ও মাওলানা ছরোয়ার হুসাইন, শিক্ষা সচিব ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা মাহফুজুর রহমান, সহকারী শিক্ষা সচিব মাওলানা মাজহারুল ইসলম, আলেমে দীন মুফতি মাসুম বিল্লাহ, প্রধান মুফতি মাওলানা জাহাঙ্গীর হুসাইন, মুফতি সাঈদ হুসাইন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।