ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে নদী বাঁচাতে পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
কিশোরগঞ্জে নদী বাঁচাতে পদযাত্রা নদী বাঁচাতে কিশোরগঞ্জে পদযাত্রা

কিশোরগঞ্জ: নদী বাঁচাতে কিশোরগঞ্জে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) নরসুন্দা ডট কমের সহযোগিতায় রিভার বাংলা ডট কম নামে একটি সামাজিক সংগঠন এ পদযাত্রার আয়োজন করে।

দুপুরে শহরের রঙমহল সিনেমা হলের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ, নদী খননসহ নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- কবি আমীন উদ্দীন মীরন, প্রভাষক মশিউর রহমান তালুকদার, তানভীর আহমেদ তুষার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।