মোহনা মাটিরাঙ্গার চৌধুরীপাড়ার আব্দুল মান্নানের মেয়ে। সে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্লাসরুমে মাথা ঘুরে পড়ে যায় মোহনা। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বাংলানিউজকে বলেন, আমরা ভেবে করেছিলাম অতিরিক্ত গরমে অথবা শারীরিক অসুস্থতার জন্য ক্লাসে রুমে মাথা ঘুরে পড়ে গেছে মোহনা। কিন্তু তার এমন মৃত্যু হবে আমরা কোনোভাবেই ভাবতে পারিনি। এমন মৃত্যু মেনে নিতে পারছি না।
চিকিৎসকের বরাদ দিয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, মোহনা প্রায় ২০/৩০টা প্রেসারের ওষুধ খাওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার রহস্য এখনও জানা যায়নি।
তবে, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর বিষয় বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এডি/ওএইচ/