রোববার (২৩ সেপ্টেম্বর) এক যোগে সকাল ১০টায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জেলার সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বাংলানিউজকে জানান, জেলার প্রায় দুই লাখ শিক্ষার্থী বাবা-মায়ের পা ধোয়ানো কর্মসূচিতে যোগ দেয়। এতে শিক্ষার্থীরা তাদের
গুরুজনদের সম্মান করতে শিখবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত বছর থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
আরএ