রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সভায় জানানো হয়, ২৭ সেপ্টেম্বর দিবসটি উদযাপন উপলক্ষে সকালে ব্যানার ফেস্টুন সহকারে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত র্যালি এবং পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হবে।
এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি’।
সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পর্যটন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত এবং জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, হোটেল মালিক সমিতির নেতা নেছার আহমেদসহ পুলিশ প্রশাসন, স্কাউটস, রোভার স্কাউটস, তথ্য অফিসের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসআরএস