ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীরা বোঝা নয়, তারাও দেশের সম্পদ হতে পারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
প্রতিবন্ধীরা বোঝা নয়, তারাও দেশের সম্পদ হতে পারে দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় বাবুগঞ্জ গার্লস স্কুলে দ্বিতল হোস্টেল ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপন করছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদের অনেক ইন্দ্রিয় বরং সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি সক্ষম। শিক্ষার সহায়ক পরিবেশ পেলে তারাও তাদের মেধার বিকাশ ঘটিয়ে দেশের সম্পদে পরিণত হতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বর্তমান শেখ হাসিনার সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় বাবুগঞ্জ উপজেলার খানপুরায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দু’টি দ্বিতল হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খানপুরায় রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু জাফর সিকদার এবং বাবুগঞ্জে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহমেদ আজাদ।

উভয় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক আল মামুন তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল খালেক, জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু প্রমুখ।

খানপুরায় রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পাসে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হোস্টেল দু’টি নির্মাণে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

পরে মন্ত্রী রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি মহিষাদী সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।