রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ডাউকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০), একই এলাকার রুবেল মিয়া (৩২) ও তার ছেলে শাহরিয়ার (৫)।
স্থানীয়রা জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে তিন আরোহী কেন্দুয়ার উদ্দেশে যাচ্ছিলেন। তারা ডাউকিয়া এলাকায় পৌঁছালে ময়মনসিংহের মুক্তগাছাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম মারা যান। গুরুতর আহতবস্থায় রুবেল মিয়া ও শাহরিয়াকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বাংলানিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনটি