ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্যানেল মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
প্যানেল মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন ওসমান গণি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর রাজধানীর বাড্ডার আলাতুন নেছা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে দাফন করা হয়।


 
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এসএম মামুন বাংলানিউজকে জানান, গুলশান আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ নগর ভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ। পরে বাড্ডা আলাতুন নেছা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবর স্থানে দাফন করা হয়।

জানাজার আগে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য কেএম রহমত উল্লাহ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান, ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফ ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম প্রমুখ।  

জানাজায় অংশগ্রহণ করেন সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা।

এর আগে রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
 
গত শনিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।  

এদিকে প্যানেল মেয়র ওসমান গণির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।