ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ভোলায় শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা: ভোলা সদরের ইলিশা মাছ ঘাট এলাকায় ইউসুফ (১১) নামে এক জেলে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় সিসি ব্লকের ওপর গাছের সঙ্গে ঝুলনো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত ইউসুফ রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের   আবদুল খালেক মাঝির ছেলে।

 

শিশুটির এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চাচা এবং দুলাভাইয়ের সঙ্গে নদীতে মাছ শিকার করে ফিরে আসে ইউসুফদের ট্রলার। ঘাটে আসার পর হঠাৎ নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পর তাকে সিসি ব্লকের পাশের গাছে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।