রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় মূক বধির সংঘের আয়োজনে নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বরিশাল মূক বধির সংঘের সভাপতি আজিম হোসেন সুহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল মুক বধির সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ ইসলাম স্বপন, জেলা শাখার সভাপতি মো. আজিজ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক রেহমান জামি রাব্বি, বরিশাল জেলা শাখার নির্বাহী সদস্য সুমন খান।
মানববন্ধনে ইশারা ভাষাকে সব ভাষার মাতৃভাষা, ইশারা ভাষাকে কথ্য ভাষার সমমর্যাদা, ইশারা ভাষার প্রসারসহ ২২ দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বাক প্রতিবন্ধীরা ইশারার মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশকালে এসব দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমএস/এনএইচটি