ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

২২ দফা দাবিতে বরিশালে মূক-বধির সংঘের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
২২ দফা দাবিতে বরিশালে মূক-বধির সংঘের মানববন্ধন

ব‌রিশাল: আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় মূক বধির সংঘের আয়োজনে নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বরিশাল মূক বধির সংঘের সভাপতি আজিম হোসেন সুহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল মুক বধির সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ ইসলাম স্বপন, জেলা শাখার সভাপতি মো. আজিজ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক রেহমান জামি রাব্বি, বরিশাল জেলা শাখার নির্বাহী সদস্য সুমন খান।

মানববন্ধনে ইশারা ভাষাকে সব ভাষার মাতৃভাষা, ইশারা ভাষাকে কথ্য ভাষার সমমর্যাদা, ইশারা ভাষার প্রসারসহ ২২ দফা দাবি তুলে ধরা হয়।  

মানববন্ধনে অংশ নেওয়া বাক প্রতিবন্ধীরা ইশারার মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশকালে এসব দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৩, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।