রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার আলীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় জলসীমায় ভাসতে থাকা বাংলাদেশি ১৫ জেলেকে ওই দেশের জেলেরা উদ্ধারের পর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পার্থপ্রতিম থানায় হস্তান্তর করে।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার পার্থপ্রতিম থানার এসআই মিলন দাসের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, আটক ১৫ বাংলাদেশি জেলেদের মধ্যে পটুয়াখালী জেলার মহিপুরের সুলতান, ছগির, শাজাহান, আবু সুফিয়ান ও আনছারের নাম জানা গেছে। আটক জেলেদের ফিরিয়ে আনার জন্য দুই-একদিনের মধ্যেই ভারতে যাবো। এছাড়া ভারতের জলসীমায় কোথাও জেলে রয়েছে কিনা তাও খোঁজ খবর নেওয়া হবে।
নৌবাহিনীর মিডিয়া উইং কর্মকর্তা ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ থাকা জেলেদের উদ্ধারে বিএনএস মোংলা নৌ-ঘাঁটির যুদ্ধ জাহাজ বিএনএস কপোতা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনটি