মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের হিমচাঁদ মণ্ডলের ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামের সেলিম মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩৭)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, কালিগঞ্জের নিমতলা থেকে পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে মাগুরার দিকে যাচ্ছেন মনিরুল ইসলাম। হাটগোপালপুর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি আটক করা হয়। পরে গাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৬ সেপ্টেম্বর) আটকদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআর