মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলার পোড়াদহ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত (২৩ সেপ্টেম্বর) রোববার বেলা সাড়ে ১২টার দিকে কাথুলি বাজারপাড়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে একইপাড়ার মকলেচুর রহমানের ছেলে সুমন মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআর