ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরকলে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বরকলে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী  ছোট হরিণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকেরা হলেন সুজিত চাকমা (২১) ও নিহার বিন্দু চাকমা (৩৮)।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় ছোট হরিণা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল ভুষণছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে অভিযান চালিয়ে এক মেশিনারি দোকান থেকে সুজিত  ও নিহার বিন্দু  নামের দু’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানতে পেরেছি বিজিবি ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। তবে আটকদের থানায় এখনও হস্তান্তর করা হয়নি।  

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।