মঙ্গলবার (২৫ সেপ্টম্বর) দিনগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের চাঁনপুর গ্রামের নিজ বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আজিজুর রহমান শাকিল ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবার না খেয়ে নিজ শয়নকক্ষে যান শাকিল। পরে রাতের খাবারের জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনইউ/আরআর