ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাক খাদে পড়ে মা-মেয়ে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বগুড়ায় ট্রাক খাদে পড়ে মা-মেয়ে নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় রডবোঝাই ট্রাক খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সাহপাড়ার কাইয়ুমের স্ত্রী জাহেদা (৫৫) ও তার মেয়ে সাবিনা (১৬)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রডবোঝাই একটি ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের ফুটকি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মা ও মেয়ে নিহত হয়। এ সময় আহত ট্রাকের চালক ও হেলপারসহ চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।
  
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।