বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে কাঠালবাগান বক্সকালভার্ট এলাকার বরিশাল ডেকোরেশন নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
ধলু বেপারী বরিশাল ডেকোরেশন নামের ওই দোকানে কাজ করতেন।
নিহতের বোন খাদিজা আক্তার জানান, দোকানের ভেতরে কাঠের তাকের ওপর থেকে হাড়িপাতিল নামানোর সময় সেখানে বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন ধলু। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এজেডএস/এএইচ