ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
মেহেরপুরে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক  বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

মেহেরপুর: সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, মাদক পাচার ও স্পর্শকাতর এলাকায় টহল বাড়ানোসহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে মেহেরপুরের কাজিপুর সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি কাজিপুর বিওপিতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার রাশিদুল আলম।

অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নেতৃত্বে ছিলেন বহরমপুর সেক্টর কমান্ডেন্ট ডিআইজি কুনাল মজুমদার।

এসময় বিজিবি ও বিএসএফ’র সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকের আগে কাজিপুর সীমান্ত এলাকায় ফুল দিয়ে বিএসএফ’র প্রতিনিধি দলকে স্বাগত জানান বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডারসহ কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।