বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বেনিন দ্যুতি এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রহিমপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২০), মো. রুবেল (২২), মো. মানিক (৩৫), মো. পিটন আলী (২৬), উদনপাড়া গ্রামের মো. মোজাম্মেল হক (৪০)।
এরআগে ভেজাল গুড় প্রস্তুতকালে তাদের হাতেনাতে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার এএসপি মো. আজমল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লালপুর উপজেলার রহিমপুর ও উদনপাড়া গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে ভেজাল গুড় প্রস্তুত করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পৃথক দু’টি অভিযান চালিয়ে গুড় প্রস্তুতকালে হাতেনাতে ওই পাঁচ জনকে আটক করা হয়।
একই সঙ্গে ঘটনাস্থল থেকে এক হাজার ৯৮০ কেজি ভেজাল গুড়, দুই হাজার ৯০০ কেজি চিনি, ৬৬৬ কেজি ময়দা, চার কেজি ক্ষতিকর রং, চার কেজি ফিটকিরি, এক কেজি হাইড্রোস ও তিনটি বড় কড়াই জব্দ করা হয়।
পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের চারজনকে ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা এবং একজনকে এক লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধার ও জব্দ হওয়া চিনি ও ময়দা স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। ভেজাল গুড়, ক্ষতিকর রং, ফিটকিরি, হাইড্রোস ও বড় কড়াই ধ্বংস করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জিপি