ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রুহুল আমিন (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিক চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের ঠাকুরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই ইউনিয়নের চতন্তর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে মো. ইউসুফ বাংলানিউজকে জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তার বাবা। পরে স্থানীয় লোকজন মাধ্যমে জানতে পারেন তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। কিন্তু ঘটনার সময় আশপাশে কোনো মানুষ না থাকায় যানবাহন শনাক্ত করা সম্ভব হয়নি।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।