মাদারীপুর: মাদারীপুর শহরের দু’টি স্কুল-কলেজের সামনে থেকে ১০ উত্ত্যক্তকারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, কিছু ছেলে স্কুল-কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে-এমন অভিযোগের ভিত্তিতে শহরের ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি সুফিয়া মহিলা কলেজ এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে দু’টি মোটরসাইকেলসহ ১০ উত্ত্যক্তকারীকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।