বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করতোয়া নদী সংলগ্ন একটি আখ ক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সাজু মিয়া হরিরামপুর ইউনিয়নের পাড় ধুন্ডিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, সাজু মিয়া রাতে তার স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হন। পরে বুধবার বিকেলে তার মরদেহ করতোয়া নদী সংলগ্ন একটি আখক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
ধারণা করে হচ্ছে, সাজু মিয়া তার স্ত্রীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনটি