ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিল্ড-ওয়াইগ্যাপ’র নারী এক্সেলেরেটর কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বিল্ড-ওয়াইগ্যাপ’র নারী এক্সেলেরেটর কর্মসূচি ...

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো কেবলমাত্র নারী উদ্যোক্তাদের জন্য এক্সেলেরেটর কর্মসূচি হাতে নিয়েছে বিল্ড বাংলাদেশ এবং ওয়াইগ্যাপ অস্ট্রেলিয়া।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর ‘সেলিব্রেশন অব ওমেন চেঞ্জমেকার’ শীর্ষক এক অনুষ্ঠান ইন্সটিটিউট অব আর্কিটেক্ট, বার্জার সেমিনার রুম, আইএবি সেন্টার, প্লট-১১, ব্লক-ই, আগারগাঁও শের-ই-বাংলানগরে আয়োজিত হবে।

এটি বিল্ড বাংলাদেশ এবং ওয়াইগ্যাপ অস্ট্রেলিয়ার একটি ফ্ল্যাগশিপ এক্সেলেরেটর প্রোগ্রাম, যা দেশজুড়ে নারী ও পুরুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে থাকে।

২০১৬ সাল থেকে এ ধরনের পাঁচটি ষান্মাসিক এক্সেলেরেটর প্রোগ্রাম হয়েছে যার মাধমে ৬১ জন উদ্যোক্তাকে সহযোগিতা করা হয়েছে।  

বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত দেড় লাখ মানুষের জীবনযাপনে এ কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলেছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) পরিপূরক।

‘ওয়াইহার বাংলাদেশ’ স্বতন্ত্র নারী এক্সেলেরেটর অনুষ্ঠানটি ২৯ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রশিক্ষকদের তত্ত্বাবধায়নে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেবে। ১৫ জন নারী উদ্যোক্তা তাদের প্রতিষ্ঠান, পণ্য এবং সেবা সম্পর্কিত বিষয়গুলো বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনারসহ সম্ভাব্য বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।