ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় নবজাতক হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
মাগুরায় নবজাতক হত্যার অভিযোগ

মাগুরা: মাগুরা সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামে ১০ দিনের নবজাতককে ডোবায় ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। 

শিশুটির চাচা রহমত আলী বাংলানিউজকে বলেন, সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘর থেকে আমার ১০ দিনের ভাতিজি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে আমাদের খবর দেন। এসময় আমরা অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।