বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে
এর আগে গত ২৪ সেপ্টেম্বর পাঁচদিনের সফরে বাংলাদেশ সফরে আসেন সুরেশ প্রভু।
সফরে ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সুরেশ প্রভু। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে ভোলা সফরে যান তিনি। এরপর জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায়ও যোগ দেন। ভোলার স্বাধীনতা জাদুঘরও পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
চলতি বছর এপ্রিলে সুরেশ প্রভুকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেই সফরে এসেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএইচ/এমএ