ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় বাণিজ্যমন্ত্রীর শ্রদ্ধা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় বাণিজ্যমন্ত্রীর শ্রদ্ধা  সুরেশ প্রভু

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভু। এ সময় ভারতীয় কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে 

এর আগে গত ২৪ সেপ্টেম্বর পাঁচদিনের সফরে বাংলাদেশ সফরে আসেন সুরেশ প্রভু।

তার এ সফরে বন্ধুপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির ব্যাপারে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সুরেশ প্রভুসফরে ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সুরেশ প্রভু। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে ভোলা সফরে যান তিনি। এরপর জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায়ও যোগ দেন। ভোলার স্বাধীনতা জাদুঘরও পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।  
 
চলতি বছর এপ্রিলে সুরেশ প্রভুকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেই সফরে এসেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।