ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের জামতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে ইছাহক নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জামতলা আবাসিক এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ইছহাক জামতলা এলাকার মো. নয়ন মিয়ার ছেলে।

শিশুর নানি পেয়ারা বেগম বাংলানিউজকে জানান, বেলা আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এএইচ সুজাউদ্দৌলা রুবেল বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।