বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জামতলা আবাসিক এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ইছহাক জামতলা এলাকার মো. নয়ন মিয়ার ছেলে।
শিশুর নানি পেয়ারা বেগম বাংলানিউজকে জানান, বেলা আনুমানিক ১১টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এএইচ সুজাউদ্দৌলা রুবেল বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি