ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়রের ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ইয়াবাসহ ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়রের ছেলে আটক

ঢাকা: রাজধানীর পল্লবী থেকে ইয়াবাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে আটক করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে পল্লবীর বাইশটেকি এলাকা থেকে তাদের আটক করা হয়। রুবেলের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের নাম জানা যায়নি।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র ওসমান গনি মৃত্যুবরণ করলে প্যানেল মেয়র জামাল মোস্তফা দায়িত্ব পালন করছেন। বাবার প্রভাব খাটিয়ে রুবেল দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।  

মিরপুর এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে পুলিশের করা তালিকায় রুবেলের নাম ১২ নম্বরে রয়েছে বলেও বলে জানিয়েছে পুলিশ সূত্র।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।