ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের চক চৌবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

 

সলঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফজলুল হক বাংলানিউজকে জানান, দুপুরে নিজ ধানক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন কৃষক বাচ্চু মিয়া। জমিতে পানি কম থাকায় তিনি সেচ পাম্প চালু করতে গিয়ে সুইচে চাপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।