ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বাংলাদেশের ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী ভারত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে তোফায়েল আহমেদ, হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ অন্যরা

গাজীপুর: বাংলাদেশের ওষুধ শিল্পখাত অনেক বড় উল্লেখ করে এ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু।

এর আগে দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারে করে ওই কারখানায় পৌঁছান এবং বিকেল সোয়া ৩টার দিকে তিনি কারখানা ত্যাগ করেন।


ছবি: বাংলানিউজএ সময় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পখাত অনেক বড়। ভারত ও বাংলাদেশের মধ্যে ওষুধ শিল্প খাতে যে সর্ম্পক আছে সেটা আরো শক্তিশালী করার জন্য কি করা যায় সে বিষয়ে চিন্তা করা হচ্ছে। বাংলাদেশে ওষুধ খাতে বিনিয়োগ করতে তিনি আগ্রহ প্রকাশ করেন।  

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন তার স্ত্রী, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী ও গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ কারখানার কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮ 
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।