ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেস্ট ফায়ারিংয়ের সময় নৌবাহিনীর ২ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
টেস্ট ফায়ারিংয়ের সময় নৌবাহিনীর ২ কর্মকর্তার মৃত্যু নৌবাহিনীর জাহাজ/ফাইল ছবি

বঙ্গোপসাগরে টেস্ট ফায়ারিংয়ের সময় কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন জুনিয়র কমিশন অফিসার বলে জানা গেলেও নাম জানা যায়নি।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, নৌবাহিনীর একটি জাহাজ গভীর সাগরে নিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অনুশীলনের সময় দু’টি কার্তুজে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানায় আইএসপিআর।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।