বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামালা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল গৌরনদী থানা এলাকায় অভিযান চালায়।
অভিযানে কাশেমাবাদ গ্রামের লালপোল ব্রিজ সংলগ্ন সড়ক থেকে স্থানীয় মো. ইমরান বয়াতীকে ৭০ পিস ও গৌরনদী থানার পিংগলাকাঠী এলাকার অনিক ইসলামকে (১৯) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এর আগে বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল নদী বন্দর এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের রাজমঙ্গলপুর এলাকার মৃত আব্দুল লতিফ মিজির ছেলে মো. মহিউদ্দিন ওরফে আবুল কাশেম মিজি (৪৫) ও বরিশাল নগরের পলাশপুর এলাকার স্বপন হাওলাদারের স্ত্রী মোসা. পারভীন ওরফে নারগিস (৪২)।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজী জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএস/আরবি