ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনও’র হস্তক্ষেপে সমাজে ফিরলো নির্যাতিতার পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ইউএনও’র হস্তক্ষেপে সমাজে ফিরলো নির্যাতিতার পরিবার ভুক্তভোগী পরিবার। ছবি: বাংলানিউজ

বারহাট্টা (নেত্রকোনা) থেকে ফিরে: নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিনের হস্তক্ষেপে অবশেষে স্বাভাবিক জীবন তথা সমাজে ফিরলেন নির্যাতিতা সেই কিশোরীর পরিবারের সদস্যরা।

একইসঙ্গে নির্যাতনের শিকার দশম শ্রেণির ওই শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়ভার বহন করে আবারও তাকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও।

এর আগে অপহরণ ও ধর্ষণের শিকার হয় উপজেলার ধারাম গ্রামের বাসিন্দা দশম শ্রেণির এক শিক্ষার্থী।

পরে এ ঘটনায় কিশোরীর মা সংশ্লিষ্ট থানায় প্রতিবেশী মনিরসহ ছয়জনের নামে নারী ও শিশু নির্যাতর দমন আইনে মামলা করেন।

মামলা দায়ের করা হলে গ্রামের মাতব্বর আমিরুল ইসলাম সবুজ আসামিপক্ষের লোকজনের সঙ্গে হাত মিলিয়ে ভুক্তভোগী পরিবারটিকে ‘সমাজচ্যুত’ করেন। এতে দুর্বিষহ হয়ে পড়ে তাদের স্বাভাবিক জীবনযাপন।

অপহৃত কিশোরীকে ফিরে না পেয়ে মামলা করে তার পরিবার। মামলা দায়েরের পর কিশোরীকে উদ্ধারের জন্য মনিরের বড়ভাই আপেলকে আটক করে পুলিশ। পরে মনির অপহৃত কিশোরীকে পরিবারের কাছে ফেরত দেয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর বাংলানিউজে “মামলা করায় ‘একঘরে’ হলো নির্যাতিতার পরিবার! ” এই শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে দ্রুত পদক্ষেপ নেন ইউএনও। তথাকথিত বিচারক গ্রামের মাতব্বর আমিরুল ইসলাম সবুজ ও ভুক্তভোগী পরিবারকে নিয়ে আলোচনায় বসেন তিনি।

এসময় ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড মেম্বারসহ অন্যান্যরা।

রাষ্ট্রীয় আইন উপেক্ষা করে গ্রামে আর কখনো এ ধরনের বিচার সালিশ করবেন না এবং ওই কিশোরীর পরিবারেও কোনো ধরনের ক্ষতিসাধন করার চেষ্টা চালাবেন না মর্মে সবার সামনে মুচলেকা দিয়ে ছাড়া পান মাতব্বর সবুজ।

ইউএনও’র কার্যকরী পদক্ষেপে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিশোরীর পরিবারের সদস্যরা। নিরাপত্তার আশ্বাস পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, চলাফেরার ক্ষেত্রে কিশোরীর পরিবারে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য তারা সহায়তা করবেন। আর মামলা মামলার গতিতে চলবে, কেউ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করতে পারবে না।

 ** মামলা করায় ‘একঘরে’ হলো নির্যাতিতার পরিবার!

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।