ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
না’গঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধামগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কুতুবুল আলম বাংলানিউজকে জানান, বিকেলে পানির কল বন্ধ করা নিয়ে জহিরুল ইসলামের সঙ্গে  কথা কাটাকাটি হয় তার বাবা নাজির উদ্দিনের।

কথা কাটাকাটির একপর্যায়ে নাজির উদ্দিন তার ছোট ছেলে হালিমকে ডাক দেন। হালিম এসেও বাগবিতণ্ডায় জড়িয়ে পরেন। একপর্যায়ে সে ঘর থেকে ছুরি এনে জহিরুলকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিক জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইন্সপেক্টর কুতুবুল আলম।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।