বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হোটেল পূর্বাণীতে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ একথা বলেন।
আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে ‘পদক্ষেপ বাংলাদেশ’ নামে একটি সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী, ডাক, তার ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর সিকদার, মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, শিশুসাহিত্যিক ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকরা উপস্থিত থেকে ইলিশ নিয়ে কবিতাপাঠ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে ইলিশকে কাব্যে স্থান দেওয়ার মাধ্যমে এর প্রচার-প্রসার ও উৎপাদনের ক্ষেত্রে সংস্থাটির এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি ও তার মন্ত্রণালয়ের মাধ্যমে কবি-সাহিত্যিকদের নিয়ে ইলিশের পক্ষে জনমত গঠনের ব্যাপারের আশাবাদ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এজেড/এএ