বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হামলার প্রধান হোতা লাভলী রাণী নাথ (২৫), চাঁদাবাজির অভিযোগে নয়ন মণি চাকমা (৩২) এবং সুরেশ চাকমা (৩০)।
এর আগে বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদী হয়ে পৃথক ভাবে থানায় দু’টি মামলা দায়ের করেছে।
নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কারণে পুলিশ বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাভলী রাণী নাথকে প্রধান আসামি করে ৬৩ জনের বিরুদ্ধে একটি এবং চাঁদাবাজির অভিযোগ এনে নয়ন মণি চাকমাকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে। বর্তমানে মামলা দু’টির অভিযুক্ত অন্যান্যরা পলাতক রয়েছেন।
এদিকে, হামলার ঘটনায় বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতের অভিযানে আটক হওয়া ১১ নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে তাদের ছেড়ে দেয় পুলিশ।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত এক নারী এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতের অভিযোগে দু’জনসহ তিন জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন।
মামলার অন্যান্য আসামিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
** রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আটক ১১
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআরএস