শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামের কুদ্দুস মৃধার ছেলে।
বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া বাংলানিউজকে জানান, সকালে সিমেন্ট বোঝায় একটি ট্রাক মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিলো। ট্রাকটি রাজনগর গ্রামের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক সুমন মৃধা মারা যান ও তার সহকারী শামীম গুরুতর অাহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় সুমনের মরদেহ উদ্ধার করে। শামীমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি