ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে চোলাই মদসহ তিন নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
রামুতে চোলাই মদসহ তিন নারী আটক চোরাই মদ উদ্ধার। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় চোলাই মদসহ তিন নারী মাদক বিক্রেতাকে আটক করেছে রামু থানা পুলিশ।

সোমবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ও রশিদনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের হাতে আটক মাদক বিক্রেতারা হলেন- গোল বাহার বেগম (৫০), সেতারা বেগম (৩৫) এবং খুরশিদা বেগম (৪৫)।

রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার, এসআই মো. ইমতিয়াজ ও এসআই টিটু দত্তের নেতৃত্বে একদল পুলিশ জোয়ারিয়ানালার হাসপাতাল পাড়া ও চা বাগান এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে বিপুল পরিমান চোলাই মদসহ মো. ইকবালের স্ত্রী গোলবাহার বেগম এবং মৃত হোছেন আলীর স্ত্রী খুরশিদা বেগমকে আটক করা হয়।

এরপর রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদসহ হেলাল উদ্দিনের স্ত্রী সেতারা বেগমকে আটক করা হয়।

তিনি জানান, পৃথক ঘটনায় প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা; অক্টোবর ০২, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।