ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিকল্পিতভাবে হত্যা করা হয় ফেরিওয়ালা বাবুলকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
পরিকল্পিতভাবে হত্যা করা হয় ফেরিওয়ালা বাবুলকে নেত্রকোনা। ছবি:...

নেত্রকোনা: নেত্রকোনায় ফেরিওয়ালা বাবুল মিয়াকে পরিকল্পিতভাবে রাতের আঁধারে কলমাকান্দা উপজেলার কাকুরিয়া মাছিম দাসপাড়া মরাকান্দা বিলের কাছে কুপিয়ে হত্যা করা হয় বলে আদালতে জবানবন্দি দিয়েছেন নেত্রকোনার আয়কর কার্যালয়ের নৈশ প্রহরী রতন মিয়া।

রতনের স্ত্রী তরিফা বেগমের সাথে ফেরিওয়ালা বাবুল মিয়া অবৈধভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

সোমবার (০১ অক্টোবর) রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক।

তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রতন।

এর আগে ২৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরের দিকে খবর পেয়ে বিলের কচুরিপানার নিচ থেকে কসমেটিকস বিক্রেতা ফেরিওয়ালা বাবুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবুল জেলা সদরের ঠাকুরাকোণা ইউনিয়নের হৈডহর গ্রামের মো. কালা চাঁন মিয়ার ছেলে।

খুনের ঘটনায় মরদেহ উদ্ধারের দিনগত রাতে নিহত বাবুলের ছোট ভাই মো. শামিম মিয়া অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। তদন্তে নেমে ৩০ সেপ্টেম্বর (রোববার) শহরের চকপাড়া থেকে রতনকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের মুখে তিনি হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করলে তাকে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা; অক্টোবর ০২, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।