মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে বিজিবি’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্রদের মধ্যে খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য দেওয়া সরকারি চাল পাচার করা হচ্ছিল।
আটক ব্যক্তিরা জানান, চালগুলো জেলার নাসিরনগর উপজেলার জুলহাস মিয়ার দোকান জুলহাস ট্রেডার্স থেকে হবিগঞ্জের চুনারুঘাট নিয়ে যাচ্ছিলেন তারা।
এ বিষয়ে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবীর জানান, জব্দ করা চালের মূল্য ছয় লাখ ৭৫ হাজার টাকা। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। টাস্কফোর্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআই