সোমবার (০১ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার (০২ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ১২ জন, লোহাগড়া থেকে সাতজন, কালিয়া থেকে ছয়জন এবং নড়াগাতি থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নয়জন মাদকবিক্রেতা রয়েছেন। গ্রেফতারদের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআরএস