ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
শিবপুরে বাসচাপায় মা-ছেলে নিহত

নরসিংদী: নরসিংদীর শিবপুরে উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এরা হলেন-উপজেলার বড়কান্দা এলাকার প্রবাসী লোকমান মিয়ার স্ত্রী নাসিমা বেগম (২৫) ও তার ছেলে রিফাত (৭)।

এ ঘটনায় বাস চালক কাওসার মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কোন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভৈরব থেকে ঢাকাগামী শিবলী পরিবহনের একটি বাস কোন্দারপাড়া বাসস্ট্যান্ডে পথচারী নাসিমা ও তার ছেলে রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক বাস ও তার চালককে আটক করে পুলিশে সোপার্দ করে।  

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাস ও তার চালককে আটক করা হয়েছে। পরিবারের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।