ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্যের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্যের বিরুদ্ধে মামলা দুদকের প্রধান কার্যালয় (ফাইল ফটো)

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে রাজধানীর রমনায় মামলা করেন বলে বাংলানিউজকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

মামলার এজাহারে বলা হয়, এ আসামি ৬৯ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

ওই অর্থের তথ্য তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এ মামলার এজাহারে।

এর আগে ২০১১ সালের ৪ জুলাইয়ে প্রসাধনী পণ্য আমদানির আড়ালে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বাগেরহাটের মোংলা থানায় নুরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক। পরে এ মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর তাকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতারও করেছিল দুদক। পরে তিনি জামিনে বেরিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।