মঙ্গলবার (০২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে রাজধানীর রমনায় মামলা করেন বলে বাংলানিউজকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
মামলার এজাহারে বলা হয়, এ আসামি ৬৯ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এর আগে ২০১১ সালের ৪ জুলাইয়ে প্রসাধনী পণ্য আমদানির আড়ালে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বাগেরহাটের মোংলা থানায় নুরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক। পরে এ মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর তাকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতারও করেছিল দুদক। পরে তিনি জামিনে বেরিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরএম/ওএইচ/