মঙ্গলবার (০২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, কিশোরগঞ্জের তাড়াইল, চাঁদপুরের শাহরাস্তি ও সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, দিনাজুপরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন, সদর উপজেলার শেখপুরা, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া, পাবনা সদর উপজেলার দাপুনিয়া, যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাংগা, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার আলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়রপদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তাই নির্বাচনে কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসই/ওএইচ/