মঙ্গলবার (০২ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাতকালে ইকনাথ ডালকান আগামী ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে আইএপিপি উদ্যোগে ‘এশিয়া প্যাসিফিক সামিট ২০১৮- নেপাল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে যোগ দিতে নেপালের স্পিকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান।
এদিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আইএপিপির উদ্যোগে ‘এশিয়া প্যাসিফিক সামিট ২০১৮- নেপাল’ সম্মেলন আয়োজনের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরআইএস/